সারা বাংলা

ওরস্যালাইন-এন এখন নতুন প্যাকে ‘এসএমসি ওরস্যালাইন’

এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফরমুলা

তাজা খবর: বিশ্বের ১ নম্বর ওরাল স্যালাইন ব্র্যান্ড ওরস্যালাইন-এন এখন ‘এসএমসি ওরস্যালাইন’ নামে আরও আধুনিক, আকর্ষণীয় ও নতুন ডিজাইনের প্যাকেজিংয়ে বাজারে নিয়ে এসেছে। এই নতুন প্যাকটা এসএমসির ৫০ বছর পূর্তি উদ্‌যাপনকে স্মরণীয় করে রাখবে, যা গত পাঁচ দশকে কোটি কোটি মানুষের জীবন রক্ষায় এসএমসি-এর উদ্ভাবন ও অবদানের প্রতিফলন।

এসএমসি ওরস্যালাইন এখনও বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য ডায়রিয়া, বমি, শরীরের দুর্বলতা, অতিরিক্ত ঘাম বা হিট স্ট্রোকে শরীরের পানিশূন্যতা দূর করার নির্ভরযোগ্য সমাধান। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফরমুলা, যা দ্রুত শরীরকে রি হাইড্রেট করে এবং প্রয়োজনীয় লবণ ও পানির ঘাটতি পূরণ করে।

এসএমসি ওরস্যালাইনের নতুন প্যাকের উদ্বোধন উপলক্ষে রোববার (১৮ মে) দুপুরে এসএমসির প্রধান কার্যালয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে প্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসির চেয়ারম্যান জনাব ওয়ালিউল ইসলাম। এ সময় এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএমসির পরিচালক সায়েফ নাসির বলেন, ‘আমরা বিশ্বের ১ নম্বর ব্র্যান্ডকে সব সময় আধুনিক ও গ্রাহকদের উপযোগী করে রাখার জন্য কাজ করছি। আমরা বিগত ৫০ বছরের সফলতাকে সঙ্গে নিয়ে আগামী দিনের দিকে একসঙ্গে এগিয়ে যেতে চাই।’

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান বলেন, ‘এসএমসি ওরস্যালাইন বাংলাদেশের প্রতিটি ঘরে আস্থার প্রতীক এবং এই নতুন প্যাকেজিংসহ এসএমসির সব উদ্যোগ, বাংলাদেশের প্রান্তিক নারীদের, শিশুদের ও পরিবারের সুস্থ জীবন নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button