শিক্ষা ও সংস্কৃতি

এসএসসি শেষে প্রশিক্ষণ পাবে ৬ হাজার পরীক্ষার্থী: ড. আসিফ নজরুল

এই প্রথমবার ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে কারিগরি প্রশিক্ষণ দেয়া হবে

তাজা খবর: আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘এসএসসি পরীক্ষার পর ৩ থেকে ৬ মাস শিক্ষার্থীরা অবসর সময় পার করে। সেই সময়কে কাজে লাগাতে ও শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ সারা দেশের বিভিন্ন কেন্দ্রে ৬ হাজার শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্স চালু করা হয়েছে।’

শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘দেশে এই প্রথমবার ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে কারিগরি প্রশিক্ষণ দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘যারা বিদেশ যান তারা যদি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যান, তাহলে বেতন ভাতাসহ সব সুযোগ সুবিধা পাবেন। এ ছাড়াও প্রবাসীদের জন্য হসপিটাল করা হবে; যার মালিক হবে প্রবাসীরাই। এ সব দ্রুত বাস্তবায়ন করা হবে।’

এ সময় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর।

এতে স্বাগত বক্তব্য রাখেন: টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button