শিক্ষা ও সংস্কৃতি

ছুটি শেষে নিরাপদে ক্যাম্পাসে ফিরতে শিক্ষার্থীদের জন্য জাবির ‘কন্ট্রোল রুম’

কন্ট্রোল রুমে যোগাযোগের নম্বর: ০১৭৬৫-৩৩৯৫৮

তাজা খবর: ঈদের ছুটির পর শিক্ষার্থীদের ক্যাম্পাসে নির্বিঘ্নে ফিরে আসা নিশ্চিত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ একটি কন্ট্রোল রুম চালু করেছে। বুধবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমে যোগাযোগের নম্বর: ০১৭৬৫-৩৩৯৫৮।

এতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে প্রবেশপথগুলোতে নিরাপত্তার জন্য গার্ড, আনসার এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাতে ফুটওভার ব্রিজগুলোতেও আনসার সদস্য উপস্থিত থাকবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া ঢাকা-আরিচা মহাসড়কে হাইওয়ে পুলিশ টহল দেবে।

শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রান্তিক গেট, প্রধান গেট এবং এমএমএইচ গেট ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ঈদুল আজহার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খুলবে আগামী ১৫ জুন এবং ১৬ জুন থেকে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button