সারা বাংলা

জাতীয় নির্বাচনে অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত র‌্যাব

আমরা দেশে যেকোনো বড় ধরনের ক্রাইম সংঘটিত হলে তাৎক্ষণিক সেখানে যাই এবং কাজ করি

তাজা খবর: আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হবে বা নির্বাচন কমিশনার যে দায়িত্ব দেবেন সে অনুযায়ী দায়িত্ব পালনে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সম্পূর্ণ প্রস্তুত।

র‌্যাব বলছে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ, পরিস্থিতি দরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার সেটি করতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবে র‌্যাব।

দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বাজার পরিদর্শনকালে এ কথা বলেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কাওরান বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সেখানে এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, সামনের নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হবে বা নির্বাচন কমিশনার আমাদেরকে যে দায়িত্ব দেবেন সে দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, আপনারা ৫ আগস্টের পরে এ পর্যন্ত দেখেছেন র‍্যাব কীভাবে কাজ করছে। আমরা দেশে যেকোনো বড় ধরনের ক্রাইম সংঘটিত হলে তাৎক্ষণিক সেখানে যাই এবং কাজ করি। মিটফোর্ডের যে মার্ডারটা হলো তার বেশ কয়েকটা আসামি আমরা গ্রেপ্তার করেছি।

এ কে এম শহিদুর রহমান বলেন, সর্বশেষ গাজীপুরে যে সাংবাদিক হত্যার ঘটনাটা ঘটলো এবং এটা আমরাই প্রথম আসামি গ্রেপ্তার করি। পরে পুলিশ ও আমরা যৌথভাবে এ পর্যন্ত আটজন আসামি গ্রেপ্তার করেছি।

তিনি বলেন, গাজীপুরে আট টুকরো লাশ যেটা ফেলে রাখা হয়েছিল, একেবারে ক্লুলেস একটা মার্ডার, সেটাও খুব স্বল্পতম সময়ের মধ্যে আমরা ডিটেক্ট করি এবং তিনজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

কক্সবাজার এলাকায় মাদকবিরোধী ব্যাপক অভিযান চলছে উল্লেখ করে র‌্যাব ডিজি বলেন, বিপুলসংখ্যক ইয়াবা উদ্ধার করেছি, অস্ত্র উদ্ধার করেছি। আমরা মনে করি দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য, ভালো রাখার জন্য এবং অপরাধ দমন করার জন্য আমরা এখন প্রস্তুত এবং সেভাবেই কাজ করে যাচ্ছি।

এ কে এম শহিদুর রহমান বলেন, আমি মনে করি, দিন দিন পরিবেশ ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ, পরিস্থিতি দরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার আমরা সেটা করতে সক্ষম হব। আমাদের উদ্ধার অভিযান চলমান আছে।

নির্বাচনের আগে লুণ্ঠিত অস্ত্রের যতটুকু বাকি আছে তা উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটা ঘণ্টায় আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি, কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখব, কীভাবে অপরাধ দমন করব, সাধারণ মানুষ একটু স্বস্তিতে যাতে চলাফেরা করতে পারে। তারা যাতে ছিনতাইকারী, চাঁদাবাজি ও দস্যুতার সম্মুখীন না হয়, কোনো অপহরণের ঘটনা যেন না ঘটে, সেজন্য অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

র‍্যাব বিলুপ্তির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে পুলিশের এ অতিরিক্ত আইজি বলেন, এটি (র‌্যাব) বিলুপ্তি হবে কি হবে না, কি হবে এ নিয়ে আসলে এই মুহূর্তে আমরা কোনো চিন্তাভাবনা করছি না। এটা সরকার দেখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button