ক্যাশলেস ইকোনমি যেন ইনকামলেস ইকোনমিতে পরিণত না হয়: দেবপ্রিয় ভট্টাচার্য
ব্যক্তি খাতে আলাদা কাঠামো গড়ে তুলতে হবে

তাজা খবর: রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে যেন ক্যাশলেস বাংলাদেশ গড়ার বিষয়টি যুক্ত থাকে, তা নিশ্চিত করার কথা বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, ক্যাশলেস ইকোনমি (নগদবিহীন অর্থনীতি) যেন ইনকামলেস ইকোনমিতে (আয়বিহীন অর্থনীতি) পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে ব্যক্তি খাতে আলাদা কাঠামো গড়ে তুলতে হবে।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি।
নগদবিহীন অর্থনীতি এগিয়ে নিতে সাম্প্রতিক সময়ে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারি কেনাকাটা আইন সংশোধন, রাজস্বনীতিতে পরিবর্তন, সাইবার নিরাপত্তা অধ্যাদেশ, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন ও ডিজিটাল ব্যাংক গঠনের প্রচেষ্টার মতো বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংক আগামী পাঁচ বছরের মধ্যে দেশে ৭৫ শতাংশ লেনদেন ডিজিটালি করার লক্ষ্য নিয়েছে।
তিনি আরও বলেন, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসকে (এমএফএস) নগদ জমা ও উত্তোলনের বাইরে বিস্তৃত করতে হবে, যেন এগুলো রাস্তাঘাটের দোকানসহ বিভিন্ন অনানুষ্ঠানিক খাতেও ব্যবহৃত হয়।
সার্বিক লেনদেন ব্যবস্থা (পেমেন্ট ইকোসিস্টেম) বহুমুখী করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।