সাভারে কাভার্ড ভ্যান চালক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
শাহ্ সিমেন্ট কোম্পানির বিভিন্ন পরিবহনের চালকরা বিশমাইল এলাকায় একত্রিত হন

তাজা খবর: সাভারের বিশমাইল এলাকায় শাহ্ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানচালক মো. শামীম হোসেনকে (৩০) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছেন চালকরা। শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পরপরই তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর শাহ্ সিমেন্ট কোম্পানির বিভিন্ন পরিবহনের চালকরা বিশমাইল এলাকায় একত্রিত হন। বিকেল ৩টার দিকে তারা মহাসড়কের মাঝখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ সংগঠনের নেতা-কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন।
বিক্ষোভকারীরা জানান, গত ২৫ আগস্ট ভোরে মো. শামীম গাড়ি পার্ক করে নিরাপদ ভেবে বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পাঁচদিন পার হলেও পুলিশ এখনো জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দণ্ড নিশ্চিত করার দাবি জানান তারা।
বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।বিকেল পৌনে ৪টার দিকে মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ। তিনি বলেন, “মূলত নিহত চালকের সহকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা চেষ্টা করছি তাদের শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দিতে।