সারা বাংলা

‘একটি ভাইরাল কনন্টেন্ট মিসাইলের চেয়েও ভয়ঙ্কর হতে পারে’

সত্যকে জাতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠার ওপর জোর

তাজা খবর: প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেছেন, ভবিষ্যতের যুদ্ধ অস্ত্র দিয়ে নয়, বরং একটি ভাইরাল ভিডিও বা বিকৃত তথ্য দিয়ে শুরু হতে পারে। আজকের যুগে একটি পোস্ট বা ভাইরাল কনন্টেন্ট মিসাইলের চেয়েও ভয়ঙ্কর হতে পারে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাফিজ এসব বলেন। সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও এমআইএসটির যৌথ ব্যবস্থাপনায় ‘রেসিলিয়েন্স ইন দ্য ইনফরমেশন ডোমেইন: টুলস টু অ্যাড্রেস মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন অন সোশ্যাল মিডিয়া’ শীর্ষক সেমিনার এমআইএসটির ‘জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হলে’ অনুষ্ঠিত হয়।

আব্দুল হাফিজ অপপ্রচার ও অপতথ্য প্রতিরোধে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সত্যকে জাতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি সবাইকে কোন কিছু শেয়ার করার আগে নিজেকে প্রশ্ন করা, দেশীয় ফ্যাক্ট-চেকিং টুলস তৈরি, ডিপফেক প্রতিরোধে এআই-ভিত্তিক সল্যুশন গবেষণা পরিচালনা এবং সামরিক ও বেসামরিক শিক্ষায় মিডিয়া জ্ঞান অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। এছাড়াও সেমিনারে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণ, বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থার কর্মকর্তাবৃন্দ, মিডিয়া ব্যক্তিবর্গ এবং এমআইএসটি, বিইউপি, মেরিটাইম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর ফ্যাকাল্টি ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। বিশেষ অতিথির বক্তব্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) বর্তমান ডিজিটাল যুগে সঠিক তথ্য সুরক্ষিত করতে টেকসই কৌশল অনুসন্ধান, সাইবার সুরক্ষা শক্তিশালীকরণ ও প্রযুক্তিগত উন্নয়নসহ সমন্বিত পদ্ধতিগুলো চিহ্নিত করে এর বাস্তবসম্মত প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর উপাচার্য, অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। এছাড়া অধ্যাপক ড. এস এম শামীম রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্রিগেডিয়ার জেনারেল সুফি মোহাম্মদ মঈনউদ্দিন এবং অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, এমআইএসটি প্যানেল আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারের আলোচনায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও অপতথ্যের প্রভাব বিশ্লেষণ করে তা মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে অপতথ্য ও গুজব মোকাবিলা করতে প্রযুক্তিগত উদ্ভাবন, সুনির্দিষ্ট নীতি প্রণয়ন এবং সচেতনতামূলক শিক্ষার মিশ্রণ অপরিহার্য। সমাজে অপতথ্য ও গুজবের প্রভাব মোকাবিলায় এর কৌশল, পদ্ধতি ও লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করে সক্রিয় ও বহুমাত্রিক সমাধানের ওপর জোর দেওয়া হয়।

সামরিক দৃষ্টিকোণ বিবেচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে একটি কৌশলগত ঝুঁকি হিসেবে আবির্ভূত হয়েছে মর্মে আলোচনায় তুলে ধরা হয়। এটি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন। সেমিনারটি সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহারের মাধ্যমে একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য তথ্যক্ষেত্র তৈরির বিষয়ে সামরিক ও বেসামরিক প্রাঙ্গণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ করণীয় সম্পর্কে পদক্ষেপ নিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রতীয়মান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button