আন্তর্জাতিক

একদিনে ভারত থেকে রেকর্ড পরিমাণ চাল আমদানি

ভারতের অভ্যন্তরে এখনও চাল বোঝাই শতাধিক ট্রাক

তাজা খবর:

পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটির দিন হলেও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে রেকর্ড পরিমাণ চাল আমদানি হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এসেছে ২১৯ টি পণ্যবাহী ট্রাক। যার মধ্যে শুধু চাল আমদানি হয়েছে ভারতীয় ২০১ টি ট্রাকে ৮ হাজার ৪৮৩ মেট্রিক টন। যা বিগত সময় থেকে রেকর্ড পরিমাণ

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে গত বছরের ১১ নভেম্বর থেকে চাল আমদানি শুরু হয়েছে। তবে সম্প্রতি চাল আমদানি অনেকটা বেড়েছে। যার কারণ হচ্ছে, চাল আমদানির দ্বিতীয় মেয়াদের সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার (১৫ এপ্রিল)। ভারতের অভ্যন্তরে এখনও চাল বোঝাই শতাধিক ট্রাক দাঁড়িয়ে আছে বাংলাদেশে ঢোকার অপেক্ষায়।

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘আজকে পহেলা বৈশাখ সরকারি ছুটির দিনেও স্বাভাবিক ছিল ভারত থেকে পণ্য আমদানি। কারণ আগামীকাল ১৫ এপ্রিল চাল আমদানির সময়সীমা শেষ হবে। এ সময়ের মধ্যে ভারতের অভ্যন্তরে চাল বোঝাই ট্রাকগুলো এ দেশে না ঢুকলে ক্ষতির আশঙ্কা রয়েছে। যে কারণে কাস্টমসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আজকে ভারত থেকে পণ্য আমদানি করা হয়েছে।’

হিলি পানামা পোর্টের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার সান্যাল জানান, পহেলা বৈশাখ সরকারি ছুটির দিন হলেও ভারত থেকে পণ্য আমদানি স্বাভাবিক ছিল। ২১৯টি ভারতীয় ট্রাক বন্দরে ঢুকেছে। যার মধ্যে ২০১ টি ছিল চাল বোঝাই ট্রাক। তবে বন্ধ ছিল বন্দরে পণ্য লোডআনলোডসহ সব কার্যক্রম। কোনো পণ্যবাহী ট্রাক বন্দর থেকে বের হয়নি।

এদিকে হিলি স্থলবন্দর ও কাস্টমসের তথ্য মতে, গেল বছরের ১১ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালের আমদানি শুরু হয়। সোমবার (১৪ এপ্রিল) পর্যন্ত ভারতীয় ৬ হাজার ৪০০ ট্রাকে ২ লাখ ৬৭ হাজার ৮৫৭ মেট্রিক টন চাল আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button