অর্থনীতি

এনবিআরের সংস্কার চাইলে অনেকে বলেছে আমার মাথা খারাপ: অর্থ উপদেষ্টা

রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া সংস্কার টেকসই হবে না

তাজা খবর: অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে, তবে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া সংস্কার টেকসই হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৭ সেপ্টেম্বর) ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, অনেকেই সমালোচনা করে বলছেন দেশে কিছুই হচ্ছে না, এটা ঠিক না। আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি। তবে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া সংস্কার টেকসই হবে না, বিফলে যাবে।

ভালো রাজনৈতিক চর্চার বিকল্প নেই জানিয়ে তিনি আরও বলেন, স্বজনপ্রীতি, দুর্নীতি না থাকলে এবং ভালো রাজনৈতিক চর্চা থাকলে দেশটা আরও অনেক দূর এগিয়ে যেত। এনবিআর নিয়ে সংস্কার করতে গিয়ে অনেকে বলেছে আমার মাথা খারাপ। কর্মীরা ঠেকানোর জন্য আন্দোলন করেছেন, অনেকের কাছে ধর্না দিয়েছেন। কিন্তু কোথাও পাত্তা পায়নি।

সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার কোনো বাহবা চাইছে না। কিন্তু যৌক্তিক কাজে আমাদেরকে অন্তত সহযোগিতা করুন। আর দেশের জন্য, মানুষের জন্য কাজ না করলে রাজনীতিবিদদের আবারও ‌‘জুলাই গণঅভ্যুত্থান’ দেখতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button