আন্তর্জাতিক

এবার ইরান-ইসরায়েলকে লক্ষ্য করে ‘এফ বোমা’ ছুড়লেন ট্রাম্প

দুই দেশের উদ্দেশে ছাপার অযোগ্য একটি ইংরেজি গালিও ব্যবহার করেছেন

তাজা খবর: যুদ্ধবিরতি ঘোষণার পরও সংঘাত চালিয়ে যাওয়ায় ইসরায়েল ও ইরানের প্রতি খুবই ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এই দুই দেশের উদ্দেশে ছাপার অযোগ্য একটি ইংরেজি গালিও ব্যবহার করেছেন তিনি।

মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন থেকে নেদারল্যান্ডসের হেগ শহরে রওনা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “আমাদের দু’টো দেশ আছে— যারা দীর্ঘ সময় ধরে পরস্পরের সঙ্গে কঠিন লড়াই করছে এবং তারা জানে না তারা কী…. করে বেড়াচ্ছে (উই হ্যাভ টু কান্ট্রিজ দ্যাট হ্যাভ বিন ফাইটিং ফর সো হার্ড অ্যান্ড সো লং অ্যান্ড দে ডোন্ট নো হোয়াট দ্য `ফা..’ দে আর ডুইং)।”

রোববার মধ্যরাতে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। সংক্ষিপ্ত এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার।

অপারেশন মিডনাইট হ্যামারের জবাব দিতে সোমবার কাতার এবং ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এই হামলার কয়েক ঘণ্টার পর মধ্যরাতে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প।

কিন্তু তিনি যুদ্ধবিরতি ঘোষণা করার পরও ইরান-ইসরায়েলের সংঘাত অব্যাহত আছে। ইসরায়েলের অভিযোগ ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম প্রেসটিভি জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরানে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী এবং তাদের বোমা বর্ষণে দেশটির একজন শীর্ষ পরমাণু বিজ্ঞানীসহ কয়েক জন নিহত হয়েছেন।

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরান ও ইসরায়েল— উভয়ের ওপরেই তিনি বিরক্ত, তবে যুদ্ধবিরতি লঙ্ঘন ইস্যুতে ইসরায়েলের প্রতি তার বিরক্তি তুলনামূলকভাবে বেশি।

“যখন আমি যুদ্ধবিরতি ঘোষণা করলাম, সে সময় যুদ্ধবিমানগুলো ফিরিয়ে আনতে ইসরায়েলকে ১২ ঘণ্টা সময় দিয়েছিলাম। কিন্তু আমার এই নির্দেশের পরও তারা হামলা চালিয়ে গেছে এবং এমনভাবে বোমাবর্ষণ করেছে, যা আমি আগে কখনো দেখিনি। আমি ইসরায়েলের ওপর সন্তুষ্ট নই”, বলেছেন ট্রাম্প।

সূত্র : আরটি, সিএনএন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button