আন্তর্জাতিক

ওপাশ থেকে গুলি চললে, এপাশ থেকে গোলা চলবে: মোদি

ভারতের জবাব আগের চেয়ে আরও কঠোর

তাজা খবর:

পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সশস্ত্র বাহিনীকে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ওপাশ থেকে গুলি চললে, এপাশ থেকে গোলা চলবে।’

রোববার (১১ মে) দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠকে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।

এই বার্তা আসে এমন সময়ে, যখন ভারত ‘অপারেশন সিঁন্দুর’ চালু করে পাকিস্তানের বিরুদ্ধে, যার পাল্টা জবাবে ইসলামাবাদ ড্রোন ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে আক্রমণ চালায়।

প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত ওই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, বায়ুসেনা প্রধান এ পি সিং, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

সরকারি সূত্রে জানানো হয়েছে, মোদির কড়া বার্তায় মোড় ঘুরিয়ে দেয় ভারতের বিমানঘাঁটিগুলিতে পাকিস্তানের হামলা। এর পরেই ভারতও জবাব দিতে দেরি করেনি। শত্রুদের ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ভারতীয় সেনাবাহিনী তাদের কড়া জবাব দিয়েছে।

সূত্র জানায়, অপারেশন সিন্দুর এখনও শেষ নয়, বরং পাকিস্তান যদি আবার কোনও অপকর্ম করে, তাহলে ভারতের জবাব আগের চেয়ে আরও কঠোর হবে। এখন থেকে ভারতের জবাবই হবে ‘নতুন স্বাভাবিকতা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button