কারিগরি শিক্ষাকে মূলধারায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন: শিক্ষা উপদেষ্টা
কারিগরি শিক্ষায় নারীর অংশগ্রহণের মাত্রা বৃদ্ধি

কারিগরি শিক্ষা সম্পর্কে নেতিবাচক ধারনা দূর করে মূলধারার শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
সোমবার (২৮ এপ্রিল) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউশনে আয়োজিত কারিগরি শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনারে এ কথা জানান শিক্ষা উপদেষ্টা।
তিনি বলেন, কারিগরি শিক্ষায় নারীর অংশগ্রহণের মাত্রা বৃদ্ধি করে মেধাবী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় আকৃষ্ট করার মতো অবস্থা শিগগিরই তৈরি করা হবে।
এসময় বিগত সরকারের শিক্ষার গুনগত মানের সমস্যা উল্লেখ্য করে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অল্প দিনের জন্য থাকলেও তারা সকল ক্ষেত্রে দূরদর্শিতা দেখাচ্ছে দাবি করে উপদেষ্টা বলেন, অধিকার বিবর্জিত জনগণকে অধিকার ফিরিয়ে দিয়েছে জুলাই আন্দোলন।