কাশ্মীর হামলা: ভারত-পাকিস্তানকে ‘দায়িত্বশীল সমাধানের’ আহ্বান যুক্তরাষ্ট্রের
‘ভারত-পাকিস্তানের উত্তেজনা বেড়েই চলেছে

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা নিয়ে উভয় দেশের সাথে যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। রোববার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানায় পররাষ্ট্র দপ্তর। এছাড়া চলমান উত্তেজনা কমাতে দেশ দুটিকে ‘দায়িত্বশীল সমাধান’ করতে কাজ করার আহ্বানও জানিয়েছে ওয়াশিংটন।
মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। এই হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ভারত কোনো প্রমাণ ছাড়াই হামলাকারীদের সাথে সীমান্তের বাইরে যোগসূত্রের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান হামলার সাথে কোনো সম্পৃক্ততা থাকার কথা জোরালোভাবে অস্বীকার করেছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে ই-মেইল করা এক বিবৃতিতে বলেছে, ‘ভারত-পাকিস্তানের উত্তেজনা বেড়েই চলেছে এবং আমরা ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ভারত ও পাকিস্তান সরকারের সাথে একাধিক স্তরে যোগাযোগ রেখেছি।’
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সকল পক্ষকে একটি দায়িত্বশীল সমাধানের জন্য একসাথে কাজ করার জন্য উৎসাহিত করছে।’
এদিকে, সৌদি আরব এবং ইরান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিলেও, ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, তিনি আত্মবিশ্বাসী যে ভারত এবং পাকিস্তান নিজেরাই ‘এটি সমাধান করবে।’
এর আগে পহেলগামে হামলার পর ভারত-পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে বেশ কয়েকটি পাল্টাপাল্টি পদক্ষেপ ঘোষণা করে। এছাড়া সীমান্তে চতুর্থ রাতের মতো গোলাগুলি বিনিময় চলে ভারত-পাকিস্তানের।