বিনোদন ও খেলাধুলা

কিংস ছেড়ে পুলিশ ফুটবল ক্লাবে কোচ আসিফুজ্জামান

এএফসি প্রো লাইসেন্সধারী এই কোচের বিভিন্ন ক্লাবে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে

তাজা খবর: ছিলেন বসুন্ধরা কিংসের সহকারী কোচ। এবারই প্রথম হেড কোচ হয়ে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ডাগ আউটে দাঁড়াতে যাচ্ছেন এস এম আসিফুজ্জামান। ২০২৫-২০২৬ মৌসুমে ক্লাবটির কোচের দায়িত্ব পড়েছে তার কাঁধে।

এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী কোচের হাতে চুক্তিপত্র তুলে দিয়েছেন।

এস এম আসিফুজ্জামান এর আগে ২০১৯-২০২৫ মৌসুমে বসুন্ধরা কিংসের সহকারী কোচ এবং ২০২১-২০২২ মৌসুমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৮-২০১৯ মৌসুমে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কোচ ছিলেন এবং তার নেতৃত্বে ক্লাবটি বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগ জিতে প্রিমিয়ারে খেলার যোগ্যতাও অর্জন করে। এএফসি প্রো লাইসেন্সধারী এই কোচের বিভিন্ন ক্লাবে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে ।

ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, ‘নতুন কোচের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে।’

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, ম্যানেজার ও উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এবং সহ-সম্পাদক ও উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদিব লুনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button