শিক্ষা ও সংস্কৃতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের লোগো উন্মোচন

ঐতিহ্য, গৌরবময় ইতিহাস ও শিক্ষার আলোকে আগামীর পথচলার প্রতীকী

তাজা খবর:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমাবর্তনের লোগো উন্মোচন করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও চবি ৫ম সমাবর্তন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালনায় লোগোর আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ৫ম সমাবর্তন স্যুভেনির উপ-কমিটি আহ্বায়ক ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সদস্য-সচিব চবি লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, ৫ম সমাবর্তন বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

উন্মোচিত লোগোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, গৌরবময় ইতিহাস ও শিক্ষার আলোকে আগামীর পথচলার প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে। সমাবর্তনের এ লোগো আগামী দিনের সব আনুষ্ঠানিক কার্যক্রম, স্মারক ও প্রচারণায় ব্যবহৃত হবে।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, এ সমাবর্তন আমাদের শিক্ষার্থীদের জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। লোগোর মাধ্যমে আমরা সেই গর্ব ও আনন্দকে দৃশ্যমান করতে চেয়েছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার ব্যাপারে ইতোমধ্যেই সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, আগামী ১৪ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট. ডিগ্রি দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button