সারা বাংলা

নির্বাচনি আচরণবিধি চূড়ান্ত, আরপিও আগামী সপ্তাহে

আমাদের তিনটি বিষয় ছিলো

তাজা খবর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন অধ্যাদেশ ২০২৫) আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) নির্বাচন কমিশনের নবম কমিশন সভা মুলতবি করে সাংবাদিকদের এসব তথ্য জানান সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশিনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয় সকাল ১১ টায়। এসময় এতে চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সানাউল্লাহ বলেন, আমাদের তিনটি বিষয় ছিলো। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন অধ্যাদেশ ২০২৫) ও বিদেশ থেকে পোস্টাল ব্যালটে ভোটদান এবং দেশের ভিতরেও পোস্টাল ব্যালটে ভোটদানের প্রক্রিয়া

নির্বাচন কমিশনার বলেন, এর ভিতরের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন অধ্যাদেশ ২০২৫) অনেক দূর এগিয়েছে। সভা মুলতবি হওয়ায় আরপিও নিয়ে আগামী সপ্তাহে বসে চূড়ান্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button