সারা বাংলা

নির্বাচনে তরুণ ভোটারদের জন্য থাকবে আলাদা বুথ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন কিন্তু নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টের উপরে

তাজা খবর: আগামী নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১১ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (ঢাকা-৩ আসনের ৩ নং ভোটকেন্দ্র) পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আপনারা সবসময় আমাদের প্রশ্ন করেন দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা কেমন। এখানে আপনারা যারা আছেন তারা সমাজের উচ্চ শ্রেণির এবং সচেতন লোক। আপনাদের এখানে কন্ট্রোল করতে কতটুকু সমস্যা দেখেন। তাহলে দেশের পুরো ১৮ কোটি মানুষকে আইন-শৃঙ্খলা বাহিনীর আওতায় আনতে কি পরিমাণ কষ্ট তা হয়তো আপনারাও রিয়েলাইজ করতে পারছেন। আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি র‌্যাব সদর দপ্তর পরিদর্শনে গিয়েছিলাম, আমি জেলখানা পরিদর্শনে আসছি, তারপর এখানে একটা ভোটকেন্দ্র হবে সেটা দেখার জন্য পরে একটা থানা পরিদর্শন করেছি। আমার এটা পরিদর্শনের উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন সরকার কিন্তু একটা নির্বাচনের ঘোষণা করেছে। তবে এবারের নির্বাচন যেন শান্তি-শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে হয় এ বিষয়ে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে

উপদেষ্টা আরও বলেন, আপনারা জানেন নির্বাচন কিন্তু নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টের উপরে। প্রথম ফ্যাক্ট হচ্ছে যারা নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তারা যদি চায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক তাহলে নির্বাচনটা শান্তিপূর্ণ করা সুবিধা। তারপর নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন একটা ফ্যাক্ট, আমাদের একটা ফ্যাক্ট। আর সবার উপরে হচ্ছে জনগণ। এখন নির্বাচন সুষ্ঠু করার জন্য যে পার্টিগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের সহযোগিতা আমাদের দরকার। তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা অনেক সময় কষ্টকর হয়ে যায়।

তিনি বলেন, আজকে এই কেন্দ্রটা পরিদর্শন করার উদ্দেশ্য হচ্ছে এবার আমরা চাইছি গত নির্বাচনে যারা ভোট দিতে পারে নাই বিশেষ করে ইয়াং ভোটাররা তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা করছি। মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে এবং ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে। এখানে ভোটটা যেন শান্তিপূর্ণভাবে হয় এজন্য আমাদের এটা পরিদর্শন করা। তারপর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে জেলখানার কয়েদিগুলো কেমন আছে, তারা কি অবস্থায় আছে, তাদের খাওয়ার মান উন্নত করা যায় কিনা, জীবনযাত্রার মান কেমন হচ্ছে এগুলো পরিদর্শন করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button