আন্তর্জাতিক

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

লন্ডনের এক হোটেলে তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত

তাজা খবর: লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স। মঙ্গলবার (১০ জুন) লন্ডনের এক হোটেলে তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সাক্ষাতে উভয় পক্ষ বিমান প্রযুক্তি, বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা।

এদিনই চারদিনের সরকারি সফরে লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা। সফরকালে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং সেখানেই ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এছাড়া তার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি, পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি বিশেষভাবে উপস্থাপন করা হবে।

প্রধান উপদেষ্টা আগামী ১৪ জুন দেশে ফিরবেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button