আন্তর্জাতিক

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

তাজা খবর: জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস মঙ্গলবার (৩ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে জাতিসংঘের সম্ভাব্য সহায়তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।

রোহিঙ্গা সংকট এবং চলমান অর্থায়ন সমস্যাসহ অন্যান্য ইস্যুতেও উভয়ের মধ্যে আলোচনা হয়। তারা আশঙ্কা করেন, তহবিল সংকোচনের ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলোর শিক্ষা ও অন্যান্য মৌলিক কার্যক্রম এরই মধ্যে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, এই সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের একাত্মতা ও সহায়তা অব্যাহত রাখা জরুরি। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টাকে শক্তিশালী করতে দ্রুত আর্থিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সংস্কার ও উত্তরণ প্রক্রিয়ার প্রতি তার দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেন এবং জাতিসংঘের পক্ষ থেকে দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির পথে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button