ফরিদপুরে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার
উপজেলার শাহমূলকদি গ্রামের খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা

তাজা খবর: ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর উপজেলার আলগী ইউনিয়নের শাহমূলকদি গ্রামের একটি খাল থেকে মাসুদ ওরফে টুসু (৪০) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার শাহমূলকদি গ্রামের খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মাসুদ ওরফে টুসু রাজবাড়ি জেলার আইনুদ্দিন বেপারীকান্দী এলাকার বাবু বেপারীর সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ (হিজড়া) ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী মাহাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। গত ২৫ আগস্ট মঙ্গলবার বিকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর তিনদিন পর ভাঙ্গা থানা পুলিশ খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানায় আনা হয়। পরে মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুরের মর্গে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।