বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও বাড়বে: ভারতীয় সহকারী হাইকমিশনার
দুদেশের মাঝে ব্যবসায়িক গভীর সম্পর্ক

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমানে যে সম্পর্ক রয়েছে দুদেশের মানুষের চাওয়া অনুযায়ী সম্পর্ক রয়েছে। দুদেশের মাঝে ব্যবসায়িক গভীর সম্পর্ক রয়েছে। তবে আমি অনুরোধ করতে চাই আপনারা সহযোগিতা করলে দুই দেশের মাঝে বিরাজমান সম্পর্ক সামনের দিনে আরও বাড়বে।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে হিলি স্থলবন্দরের সভাকক্ষে বন্দরের ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মনোজ কুমার বলেন, এখন পর্যন্ত আমরা অন্যান্য দেশের তুলনায় বেশি পরিমাণে বাংলাদেশিদের ভিসা প্রদান করছি। তবে আমরা চেষ্টা করছি ভিসা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে। এ ছাড়া এখানে আমাদের স্টাফ জটিলতাসহ কিছু সমস্যা রয়েছে সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন হিলি কাস্টমসের সহকারী কমিশনার নাজমুল হাসান, সহকারী রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম, সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হক, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞা, থানার তদন্ত অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।