আন্তর্জাতিক
Trending

রাশিয়ান সেনা শহীদদের স্মৃতির প্রতি বাংলাদেশ সেনাপ্রধানের শ্রদ্ধা

বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়

তাজা খবর:

রাশিয়া সফররত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তার নেতৃত্বাধীন সামরিক প্রতিনিধিদল মঙ্গলবার (৮ এপ্রিল) মস্কোর আলেক্সান্ডার গার্ডেনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাশিয়ান শহীদ সেনা সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ, জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন।

অনুষ্ঠানে মেট্রোনোমের শব্দের মাধ্যমে প্রচলিত প্রথা অনুযায়ী এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর, মিলিটারি অর্কেস্ট্রা কর্তৃক শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটি রাশিয়ান সেনাবাহিনীর ১৫৪ তম প্রিওব্রাঝেনস্কি ইনডিপেনডেন্ট কমান্ডেন্টস রেজিমেন্ট (Preobrazhensky Independent Commandant’s Regiment) এর সম্মানসূচক চৌকস কুচকাওয়াজের মাধ্যমে শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button