আন্তর্জাতিক

রাশিয়ান ৩ যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে

‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ তাদের অভ্যর্থনা জানান

তাজা খবর:

চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। রবিবার (১৩ এপ্রিল) এসব জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। জাহাজগুলো হচ্ছে ‘রেইয়েজকি’, ‘হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার টিএসওয়াই-ডেনখপভ’ এবং ‘পিয়েচেঙ্গা’।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রবিবার (১৩ এপ্রিল) জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে এবং চট্টগ্রামস্থ রাশিয়ান অনারারি কনস্যুলসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ তাদের অভ্যর্থনা জানান।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজ তিনটির অধিনায়কেরা ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকরা নেভাল অ্যাকাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ এবং নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করবেন। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ও নৌবাহিনী পরিচালিত স্কুলগুলোর শিক্ষার্থীরা রাশিয়ান জাহাজগুলো পরিদর্শন করবেন।

শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজগুলো ১৬ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button