শিক্ষা ও সংস্কৃতি

শিক্ষকরা সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন না

যদি করে থাকেন তাহলে তা চাকরিবিধি লঙ্ঘিত

তাজা খবর:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকরা রাজনৈতিক মত পোষণ করতে পারেন কিন্তু সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন না। তারা তাদের চাকরিবিধি অনুযায়ী এটা করতে পারেন না। যদি করে থাকেন তাহলে তা চাকরিবিধি লঙ্ঘিত হয়।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলার প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে মতবিনিময় সভায় ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক মানবিক হলে সারাজীবন শিক্ষার্থী ওই সম্পর্ককে ধারণ করবে। তাই পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কো-কারিকুলামে অভ্যস্ত করতে হবে এবং নৈতিকতার শিক্ষা প্রদান করতে হবে, তাদের মধ্যে দলগত প্রচেষ্টার ধারণা সুসংহত করতে হবে। তবেই শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটবে, দক্ষ মানবসম্পদে পরিণত হবে।

উপদেষ্টা আরও বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্ব দক্ষতায় বিদ্যালয় সফলতা লাভ করে। শিক্ষার্থীদের সাক্ষর করে তোলা, তাদের সম্পূর্ণ বিকাশকে সম্ভব করে তোলার মাধ্যমে বৈষম্যমুক্ত শক্তিশালী জাতি গঠনে শিক্ষকবৃন্দ অবদান রাখতে পারেন। পাশাপাশি অভিভাবক এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে প্রধান শিক্ষক সুসম্পর্ক বজায় রেখে চলবেন। তবে সফলতা অনিবার্য।

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবী।

উপদেষ্টা সকালে বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রুম টু রিড’-এর কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button