আন্তর্জাতিক

সাভারে সিআরপি‘র প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর ব্রিটিশ রাজার সম্মাননা পেলেন

প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনের জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান

তাজা খবর: ঢাকা জেলার সাভারে বাংলাদেশে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর প্রতিষ্ঠাতা মিসেস ভ্যালেরি টেইলর এবং দীর্ঘকালীন দুই স্বেচ্ছাসেবক মিসেস জ্যানেট আইরিন ভার্নি ও মি. রজার মাইকেল ভার্নি সম্প্রতি দ্য কিংস বার্থডে সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় অসামান্য অবদানের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে।

যুক্তরাজ্য দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিসেস ভ্যালেরি টেলর ওবিইকে কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই) পুরস্কার দেওয়া হয়েছে। মিসেস জ্যানেট আইরিন ভার্নি ও মি. রজার মাইকেল ভার্নিকে দেওয়া হয়েছে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) পুরস্কার।

যুক্তরাজ্যে প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট টেলর ১৯৬৯ সালে বাংলাদেশে আসেন এবং ভলান্টারি সার্ভিস ওভারসিজের হয়ে কাজ শুরু করেন। পার্বত্য চট্টগ্রামে (সিএইচটি) একটি ছোট মিশন হাসপাতালে তিনি তার কাজ শুরু করেন। তিন বছর পার্বত্য চট্টগ্রামে কাজ করার পর তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে যোগদান করেন।

১৯৭৯ সালে মিস টেলর এবং তার সহকর্মীরা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের একটি পরিত্যক্ত গুদামে চার জন রোগীর নিয়ে সিআরপি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সাভার পৌর এলাকায় সিআরপি ১০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতালে পরিণত হয়েছে। এই সিআরপির নামেই ঐ এলাকার নামকরণ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে যার ১২টি কেন্দ্র রয়েছে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনের জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button