সারা বাংলা

সিলেটে লুট হওয়া পাথর ফেরত দিতে আল্টিমেটাম

কারও কাছে এসব পাথর পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা

তাজা খবর: সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে লুট হওয়া পাথর ফেরত দিতে আল্টিমেটাম দিয়েছে জেলা প্রশাসন।

আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যার মধ্যে যে যার অবস্থান থেকে নিজ উদ্যোগে এবং নিজ খরচে এসব পাথর ফেরত দিতে হবে

শনিবার (২৩ আগস্ট) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা মাঠ প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

ডিসি সারওয়ার আলম বলেন, ২৬ আগস্টের মধ্যে সাদা পাথর থেকে লুট হওয়া পাথরগুলো ফেরত দিতে হবে। এ সময়ের পর কারও কাছে এসব পাথর পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার জনপ্রতিনিধিদের এ কাজে সর্বাত্মক সহযোগিতা করার দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুই উপজেলায় মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে।

একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এই প্রক্রিয়ার মধ্যেই সাদা পাথর লুটের মূলহোতাদের আইনের আওতায় আনার কার্যক্রমও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button