অপরাধ ও দুর্নীতি

গাবতলীর পশুর হাটে ইজারাকাণ্ড : দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ

রাজস্ব ক্ষতিসাধনসহ সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগের প্রমাণ

তাজা খবর:

নিয়ম বহির্ভূতভাবে গাবতলীর পশুর হাট ইজারার টেন্ডার বাতিল ও রাজস্ব ক্ষতিসাধনসহ সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুবেল হাসানের নেতৃত্ব একটি এনফোর্সমেন্ট টিম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) গিয়ে ওই প্রমাণ পায়।

দুদক জানায়, গাবতলী গরুর হাট ইজারা প্রদানে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং গাবতলী হাট ইজারা প্রদানের জন্য গঠিত মূল্যায়ন কমিটির সদস্যদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে এনফোর্সমেন্ট টিম।

অভিযোগ সূত্রে জানা যায়, গাবতলীর পশুরহাট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রক্রিয়াগত ভুল দেখিয়ে ইজারা বাতিল করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নিজেরা হাটের খাজনা আদায়সহ সব দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসক মো. ইজাজ। অভিযোগ একশ্রেণির কর্মকর্তাদের অবৈধ সুবিধা দিতে ২২ কোটি ২৫ লাখ টাকা কাজ পাওয়া ইজারাদার আরাত মটরের টেন্ডার বাতিল করা হয়। অথচ নিজেদের পরিচালনা করার কথা থাকলেও তৃতীয় দরদাতা এক ইজারাদার দিয়ে হাট পরিচালনা করা হচ্ছে। বর্তমানে প্রতিদিন সরকার ৩০-৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button