অপরাধ ও দুর্নীতি

ধামরাইয়ে অপহরণের পর ছিনতাই, প্রাইভেট কারসহ আটক ৪

চার ছিনতাইকারি সহ একটি প্রাইভেট (যাররেজিঃ-২৯- ১৮৫২ ঢাকা মেট্রো-গ) আটক

তাজা খবর:

ঢাকা জেলার ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণের পর ছিনতাই এর ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার সহ ৪ অপহরণ কারীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

শুক্রবার (৯মে) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।আটককৃতরা হলেন, ঢাকা জেলার সাভার থানার গেন্ডা মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মোশারফ হোসেন, সাভার উপজেলার বেগুনবাড়ী আমিন বাজার এলাকার মোঃ নজরুল দেওয়ানের ছেলে মোঃ আব্দুল আজিজ, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার দেওকা তারাগঞ্জ এলকার দুলাল মিয়ার ছেলে মোঃ জয়নাল আবেদীন, গাইবান্ধা জেলার ফুল ছড়ি উপজেলার হরিচন্ডি এলাকার মোঃ আব্দুল আলীমের ছেলে মেহেদী হাসান।

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে মোঃ টুটুল ও রফিকুল ইসলাম বগুড়া যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়া বাইপাইল বাসস্ট্যান্ডে গাড়ীর জন্য অপেক্ষা করতে ছিলেন। এমন সময় একটি সাদা রংঙের প্রাইভেটকার আমাদের সামনে এসে বলে আপনারা কোথায় যাবেন। তখন আমি বলি আমরা বগুড়া যাব। তখন তারা বলেন আমরাও বগুড়া যাব চলেন। পাচঁশত টাকা ভাড়া ঠিক করে প্রাইভেট কারে উঠে বসি। এর আগেই গাড়ীর ভিতরে যাত্রীবেশে তিনজন বসা ছিল। প্রাইভেটকারটি জিরানী যাওয়ার পর যাত্রীবেশে থাকা তিনজন লোক আমাদের দুই জনের হাত,চোখ ও মুখ বেধেঁ ফেলে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারতে থাকে। এরপর ছিনতাইকারীরা আমাদের সাথে থাকা ১৪,৮০০/=টাকা একটি এন্ডডোয়েট ও বাটন মোবাইল এবং একটি ঘড়ি নিয়ে যায়। এরপর তারা আমাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘোড়াতে থাকে এবং মুক্তিপণ হিসাবে একলাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে ছিনতাই কারীরা আমাদের মারধর করে। এরপর তারা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা গ্রামের সুমনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপরে হাত,মুখ ও চোখ বাধাঁ অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আমরা চিৎকার করলে স্থানীয় লোকজন একটি প্রাইভেটকারসহ চার ছিনতাইকারীকে আটক করে। পরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ বেলা ১২টার দিকে ৪ ছিনতাইকারীকে আটকের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠায়। পুলিশ গিয়ে চার ছিনতাইকারি সহ একটি প্রাইভেট (যাররেজিঃ-২৯- ১৮৫২ ঢাকা মেট্রো-গ) আটক করে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ ও ছিনতায়ের কথা স্বীকার করেছে আসামীরা,অপহরণ কারীদের বিরুদ্ধে ভুক্তভোগী টুটুল ও রফিকুল ইসলাম বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলার দেওয়ার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button