ঢাকা বোর্ড ক্লাবের ভিতরে পানি উন্নয়ন বোর্ডের অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ
সরকারি জমি দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান

মোঃ শরিফ হাসান নিলয়: রাজধানী ঢাকার সাভারে অবস্থিত ঢাকা বোর্ড ক্লাবের ভিতরে পানি উন্নয়ন বোর্ডের জমির উপর অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা ভেঙে দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
বুধবার (২১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকটি বুলডোজার এবং এস্কেভেটর নিয়ে শুরু হয় এই অভিযান। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। আর অভিযানের নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী দেওয়ান আইনুল হক।
আইনুল হক জানান, সাভারের বড়কাকর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জমি অধিগ্রহণ করে নির্মাণ করা হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অবৈধ প্রভাব খাটিয়ে সেই অধিগ্রহণকৃত জায়গার পৌনে ১১ একর জমি অবৈধভাবে দখল করে সেখানে নানা রকম স্থাপনা গড়ে তুলেছে বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড।
সাত দিনের সময় দিয়ে গত ২৪ জানুয়ারি বোট ক্লাবের সীমানা প্রাচীরের ভেতর অন্তর্ভুক্ত করা সরকারি জমি ছেড়ে দেওয়ার নোটিশ দেয়া হলেও তাতে কর্ণপাত করেনি ক্লাব কর্তৃপক্ষ।
দীর্ঘদিন অতিবাহিত হলেও ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ কোন সাড়া দেননি।
তাই বেআইনি, অবৈধভাবে সরকারি জমি দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান চলছে বলে জানান তিনি।