বিনোদন ও খেলাধুলা

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ মুক্তির তারিখ জানা গেল

দীর্ঘ আড়াই বছর পর দর্শকদের প্রতীক্ষার অবসান

তাজা খবর: দর্শকমহলে অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। অবশেষে দীর্ঘ আড়াই বছর পর দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। আসন্ন কোরবানির ঈদের রাত থেকেই দেখা যাবে ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তির পর্বগুলো

নতুন সিজন প্রসঙ্গে রোববার বিকেলে গুলশানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নির্মাতা অমি জানান, গত চার সিজনের চেয়েও এবার বড় পরিসরে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ নিয়ে হাজির হচ্ছেন।

অমি বলেন, ‘এর আগের সিজনগুলো টেলিভিশন ও ইউটিউবে স্ট্যান্ডার্ডে বানিয়েছিলাম। কিন্তু গত দুই বছরে আমি বেশ কিছু ওয়েব কনটেন্ট (হোটেল রিলাক্স, অসময়, ফিমেল ৪) বানিয়েছি, যা দর্শকরা পছন্দ করেছেন। এসব কাজে আমার একরকম সিনেম্যাটিক অভিজ্ঞতা হয়েছে। আমি চাই নতুন সিজেনে আমার নির্মাণে সেই সিনেম্যাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক।’

অমি ছাড়াও সংবাদ সম্মেলনে ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমাসহ অনেকে।

জানা গেছে, ঈদের দিন একসঙ্গে নতুন ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। দেখতে হলে ৪০ টাকায় সাবস্ক্রাইব করতে হবে। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে। যারা আগেই দেখতে চান, তারা প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবার সাবস্ক্রাইব করে একসঙ্গে ৮ পর্ব দেখতে পারবেন বঙ্গ অ্যাপ থেকে।

আবার যাদের ওটিটি সাবস্ক্রিপশন নেই, তারা ইউটিউব ও টিভিতে সাপ্তাহিকভাবে ফ্রি দেখতে পারবেন—প্রতিমাসের প্রথম বৃহস্পতিবার রাত ৯টায় বুম ফিল্মস ইউটিউবে প্রথম এপিসোড, ৯টা ৩০টায় চ্যানেল আইতে সম্প্রচার। পরদিন শুক্রবার একই নিয়মে চলবে দ্বিতীয় এপিসোড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button