সারা বাংলা

ঢাকার আদালতে মাসব্যাপী সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

তাজা খবর: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সহায়ক কর্মচারীদের জন্য আয়োজিত মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচিতে সিএমএম কোর্ট ও জিআরও (জেনারেল রেকর্ড অফিস) শাখার বিভিন্ন পর্যায়ের প্রায় ২৫০ জন কর্মচারী ও পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। কোর্সে বাস্তবিক বিভিন্ন বিষয় ছাড়াও গুরুত্বপূর্ণ আইনগত বিষয়সমূহ হাতে-কলমে প্রশিক্ষণার্থীদের শেখানো হয়।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীরা আদালতের কার্যক্রমে আরও দক্ষ হয়ে উঠবেন এবং জনগণের প্রতি আরও দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা প্রদর্শন করবেন। প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আদালতের নিয়মিত কার্যক্রমে পেশাগত দায়িত্ব আরও সুচারুভাবে পালন করবেন, যা জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়ক হবে। ভবিষ্যতে সিএমএম আদালত আরও নতুন নতুন বিষয়ের ওপর প্রশিক্ষণ আয়োজন করে কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রশিক্ষণার্থী কর্মচারী এবং জিআর শাখার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কোর্স পরিচালক ও এসিএমএম মো. জাকির হোসাইন এবং মো. ছানাউল্যাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button