অপরাধ ও দুর্নীতি

সাভারে যৌতুকের টাকা না পেয়ে শ্বাসরোধে করে গৃহবধূকে হত‍্যা

নিহতের স্বামী ঘটনার পর থেকেই পলাতক রয়েছে

তাজা খবর: সাভারে যৌতুকের টাকা না পেয়ে শ্বাসরোধ করে লতা আক্তার নামের (২১) এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনার পর স্থানীয়রা নিহতের শ্বশুরকে আটক করে গণপিটুনি দিতে গেলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়াও নিহতের স্বামী ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। শনিবার দুপুর তিনটার দিকে হেমায়েতপুর এলাকার তেতুলঝড়া মহল্লায় এই ঘটনা ঘটে ।

নিহতের নাম লতা আক্তার (২১)। সে তার স্বামীর সাথে ওই এলাকার সোলেমানের ভাড়া বাড়িতে থেকে একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এক বছর আগে সেলিমের সাথে লতার বিয়ে হয় । বিয়ের পর থেকেই তার স্বামী ও শ্বশুর যৌতুকের টাকার জন‍্য চাপ দিতে থাকে । এ নিয়ে তাদের মধ‍্যে প্রায় ঝগড়া বিবাধ লেগেই থাকতো । শনিবার দুপুরেও যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার উপর নির্যাতন চালায় । পরে তাকে শ্বাসরোধ করে হত‍্যা করে ।

নিহতের ভগ্নিপতি বলেন, দুপুরে খবর পেয়ে লতার ঘরে গিয়ে দেখি তার লাশ পড়ে আছে। শরীরে কাপড় ছিল না, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এক হাত দেখে মনে হয়েছে ভাঙ্গা। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, লতার শ্বশুরের শরীরে হাতের নখের আঁচড়ের দাগ রয়েছে। তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাস বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে লতার মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করছে পুলিশ। এঘটনায় লতার শ্বশুর মাসুদকে আটক করা হয়েছে। এছাড়াও নিহতের স্বামীকেও আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি । তবে প্রাথমিকভাবে যৌতুকের টাকার জন‍্য তাকে মারধর ও শ্বাসরোধ করে হত‍্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button