সারা বাংলা

‘পুলিশ যাতে হীন স্বার্থে ব্যবহার না হয় সেই চেষ্টা চলছে’

জনমতের বিপক্ষে গিয়ে কখনো টিকে থাকা যায় না

তাজা খবর: হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেছেন, জনমতের বিপক্ষে গিয়ে কখনো টিকে থাকা যায় না, বিগত অভ্যুত্থানই তার জ্বলন্ত উদাহরণ। ওই সময়ে পুলিশকে হীন স্বার্থে ব্যবহার করেছে পুলিশেরই কিছু স্বার্থান্বেষী মহল। ভবিষ্যতে এটি আর যাতে না হয় সেই চেষ্টা করা হচ্ছে।

রোববার (২২ জুন) সকালে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে ৫১তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন তিনি।

মো. দেলোয়ার হোসেন মিঞা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে বহু ছাত্র, জনতা এবং পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন। দেশ সঠিকভাবে চললে আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হতো না। একটি দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি না থাকলে কখনো উন্নয়ন সম্ভব নয়। বিনিয়োগ বাধাগ্রস্ত হয়, আর জনজীবন মুখ থুবড়ে পড়ে।

তিনি আরও বলেন, আমাদের রাষ্ট্রব্যবস্থার অপরিহার্য অঙ্গ হলো পুলিশ। এটি সব সময় সরকারের দৃশ্যমান অবয়ব হিসেবে বিবেচিত। অতীতের ত্রুটি-বিচ্যুতিগুলোকে বস্তুনিষ্ঠ ও নির্মোহভাবে পর্যালোচনা করে উত্তরণের পথ খুঁজে পাবে। আমরা দেশের জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারব।

পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীর কমান্ড্যান্ট ডিআইজি মো. হায়দার আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাডিশনাল ডিআইজি খোন্দকার নুরূন্নবী, উপ-কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ আনিসুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button