সারা বাংলা

৬ দফা দাবিতে সাভারে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

তারা দ্রুততম সময়ের মধ্যে দাবি মেনে নিতে আহ্বান জানান

মোঃ শরিফ হাসান নিলয়: রাজধানী ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীরা সারা দেশের ন্যায় ৬ দফা দাবি বাস্তবায়নে কর্মবিরতি পালন করেছে। এসময় তারা দ্রুততম সময়ের মধ্যে দাবি মেনে নিতে আহ্বান জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ার দেন।

মঙ্গলবার (২৪জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মবিরতি পালন করেন তারা।

কর্মবিরতিতে অংশ নেয়া স্বাস্থ্য সহকারীরা জানান, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ মোট ৬ দফা দাবির কথা জানান।

এসময় আন্দোলনে অংশ নেয়া স্বাস্থ্য সহকারীরা, প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান সময়ের দাবি উল্লেখ করে দ্রুত দাবি বাস্তবায়নে সরকার প্রতি আহ্বান জানান। অন্যথায়, কঠোর আন্দোলনের হুশিয়ার দেন তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্বাস্থ্য সহকারি মোঃ সেলিম হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ তাজউদ্দিন আহমেদ, মোঃ শওকত মিয়া, মোঃ মাহমুদুল হাসান, মোঃ শাহ আলম,নাসরিন সুলতানা প্রমুখ।

প্রস্তাবিত ছয় দফা দাবি সমূহ-

১. নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমান করে ১৪তম গ্রেড প্রদান।

২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নতিকরণ।

৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।

৪. পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে।

৫. বেতন স্কেলে উন্নতি করণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক গন যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেট প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পূর্ণ নির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।

৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পূর্ণ হিসেবে গন্য করে সরাসরি ১১ তম দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button