
তাজা খবর: বাংলাদেশে রাজনীতিতে আবারও নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপির ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শনিবার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠিতে আয়োজিত শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, একটি সফল গণঅভ্যুত্থানের পরও আমরা যেন আবার পুরনো দখলদার, গুম-খুনের রাজনীতিতে ফিরে না যাই। ইদানিং রাজনীতিতে একটি নতুন ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে, যা জুলাই আন্দোলনের চেতনাবিরোধী। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই।
তিনি বলেন, আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার আনতে হবে এবং একটি স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। জুলাই সনদের আলোকে গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, “রাজনীতির মাঠে আবারও ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনা হচ্ছে। প্রতিবাদ করলেই হুমকি, মত প্রকাশ করলেই বাধা- এটাই কি স্বাধীন রাষ্ট্রের রাজনীতি? আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই, মানুষের মুক্তি চাই।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সামান্তা শারমিন, ডা. মাহমুদা মিতু, মশিউর রহমান প্রমুখ।