সারা বাংলা

আবাসিকে গ্যাস সংযোগ কেয়ামত পর্যন্ত নয়: জ্বালানি উপদেষ্টা

সুযোগ থাকলে ঢাকার সব বাড়ির গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম

তাজা খবর: নতুন করে আর গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেওয়ার সম্ভাবনা নাই। সুযোগ থাকলে ঢাকার সব বাড়ির গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।

শুক্রবার (১৩ জুন) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা-৭ ও সিলেট-১০ গ্যাস কূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, গৃহস্থালিতে পাইপলাইনের গ্যাস ব্যবহার করে ব্যাপক অপচয় হচ্ছে। যেখানে শিল্প-কারখানা পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না, সেখানে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া অনুচিত। এই অপচয় রোধ করতে হলে গৃহস্থালিতে গ্যাস সংযোগ বন্ধ করা উচিত।

সিলেটবাসীর দীর্ঘদিনের আবাসিক গ্যাস সংযোগ দাবির বিষয়ে তিনি বলেন, যেসব এলাকায় গ্যাস উত্তোলন হয়, সেসব অঞ্চলে সরকার স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহের উদ্যোগ নেবে।

এ সময় উপদেষ্টা জানান, প্রতি বছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস উৎপাদন কমছে। একইসঙ্গে বাড়ছে এলএনজি আমদানি। উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খালিদ আহমেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম, বাপেক্স এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেব আহমদ, অতিরিক্ত সচিব মনির হোসেন এবং কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও এমএসটি প্লান্টের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বর্তমানে কৈলাশটিলা-৭ ও সিলেট-১০ গ্যাস কূপ থেকে প্রতিদিন ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button