অপরাধ ও দুর্নীতি

আশুলিয়ায় কলেজ ছাত্রকে হত্যা করে মোবাইল ফোন ও টাকা ছিনতাই, প্রধান আসামী গ্রেপ্তার

বাড়ইপাড়া সিকদার বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে

রাউফুর রহমান পরাগ: ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় আনন্দ রয় বাসফোর (২০) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করে আইফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামী হৃদয় আহমেদকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া সিকদার বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতির বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৪।

র‌্যাব-৪ জানায়, গত ৮ জুন রাতে জিরানী এলাকার মান্নান ডিগ্রী কলেজের এইসএসসি ২য় বর্ষের শিক্ষার্থী আনন্দ রয় বাসফোর বন্ধুদের সাথে কালিয়াকৈর পিকনিকে যাওয়ার কথা বলে বাসা হতে বাহির হয়ে গিয়ে ছিনতাকারীর কবলে পড়ে। পরে ছিনতাইকারীরা আনন্দ রয় বাসফোরের সাথে থাকা আইফোন ও নগদ ১০ হাজার ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে লাশটি ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও সেন্টারের বাউন্ডারির ভিতরে ডোবার পানিতে ফেলে দিয়ে চলে যায়।

পরবর্তীতে গত ১১ জুন এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া সিকদার বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি হৃদয় আহমেদকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হৃদয় আহমেদ হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। এঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button