অপরাধ ও দুর্নীতি

আশুলিয়ায় ডেটিং অ্যাপস চক্রের নারীসহ দুই সদস্য গ্রেপ্তার

আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়

মোঃ শরিফ হাসান নিলয়: রাজধানী ঢাকার সাভারের আশুলিয়ায় ডেটিং অ্যাপসের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে কৌশলে এক যুবককে ডেকে এনে অপহরণের মুক্তিপন আদায়ের সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, চক্ররের বাকী সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার( ২৬জুন) দুপুরে আশুলিয়া থানা থেকে গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এরআগে, গতকাল আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেটিং সাইট টান টান অ্যাপসের মাধ্যমে ভোক্তভোগী পলাশ হোসেনের সাথে সুমাইয়া জান্নাত সুমির সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গত ২০ জুন রাত ৯টায় ভোক্তভোগী পলাশ হোসেন আশুলিয়ার জামগড়ায় সুমির সাথে দেখা করতে আসেন। এসময় গ্রেপ্তারকৃত সুমি ও ইয়াসিন শেখসহ চক্রের বাকী সদস্যরা পলাশ হোসেনকে জোড়পূর্বক একটি বাড়ির ছাদে নিয়ে যায় এবং আড়াই লাখ টাকা মুক্তিপন দাবি করে। পরবর্তীতে তারা ভোক্তভোগীর কাছে থাকা নগদ ১২ হাজার টাকা, একটি আইফোন, মটরসাইকেলসহ ব্যাংকের কার্ড লুট করে নিয়ে ভোক্তভোগীকে অজ্ঞাতস্থানে ফেলে রেখে পালিয়ে যায়।

এই ভোক্তভোগী গতকাল আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে সুমি ও পলাশ হোসেনকে গ্রেপ্তার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button