আশুলিয়ায় বিদেশি পিস্তলসহ যুবক আটক
তিনি ভূমিদস্যু এমএ মতিনের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য

তাজা খবর: ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে শামীম শেখ ওরফে মুন্না শেখকে (২৫) বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
এর আগে সোমবার (৩০ জুন) দুপুরে আশুলিয়ার পূর্ব জামগড়া ইর্স্টান হাউজিং এলাকায় রিপনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আটক মো. শামীম শেখ ওরফে মুন্না শেখ নড়াইল জেলা সদর থানার বল্লার টুপ গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। তিনি ভূমিদস্যু এমএ মতিনের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শাহীনুর কবির বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকার এমএস গলির রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে শামীম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তার কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো দা, তিনটি ছুরি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ওই এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য কিছু অপরাধী মিলিত হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে শামীম শেখ ওরফে মুন্না শেখকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন: আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত আব্দুল হান্নান, ওসি অপারেশন শফিকুল ইসলাম সুমনসহ আশুলিয়া থানার কর্মকর্তারা।