আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮
রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে

তাজা খবর: ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্র-জনতা হত্যা মামলা ও অস্ত্র মামলার আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজতে থাকা ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইলসহ ১০টি সিমকার্ড ও বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আজ সোমবার (৪ আগস্ট) সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলো ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. আল আমিন মন্ডল, একাধিক অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু এবং কিশোর গ্যাংয়ের সদস্য রোমান ইসলাম, মো. স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন ও ইয়ামিন হোসেন এবং নুরুল হক।
পুলিশ জানায়, আজ সোমবার সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনী ছাত্র-জনতা হত্যা মামলার আসামি, অস্ত্র মামলার আসামি এবং কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারদের হেফাজত থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইলসহ ১০টি সিমকার্ড ও বেশি কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, আজ সকালে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।