ঈদযাত্রায় চাপ বাড়ছে সাভারের তিন মহাসড়কে

মোঃ শরিফ হাসান নিলয়: আসন্ন ঈদ কে কেন্দ্র করে ধীরে ধীরে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে ঢাকার প্রবেশপথ শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের তিনটি গুরুত্বপূর্ণ মহাসড়কে। এতে কিছু স্থানে গাড়ির গতি ধীর হয়ে এলেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।
বুধবার (৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা যায় , ঢাকা-আরিচা, আব্দুল্লাহপুর -বাইপাইল এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে ধামরাই, নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর, আমিনবাজার, বাইপাইল ও জামগড়ার কিছু এলাকায় যানবাহনের গতি কিছুটা কমে গেছে। এর মধ্যে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে জলাবদ্ধতা ও চলমান এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের কারণে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ জানান, সাভারের মহাসড়কগুলোতে এখনো কোনো জটিলতা নেই। আমরা আমিনবাজার থেকে জিরানী পর্যন্ত ২৪ ঘণ্টা মোবাইল টিমসহ ট্রাফিক ডিউটিতে কাজ করছি, যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।
অন্যদিকে গোলড়া হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার বলেন, যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও কোথাও সমস্যা হয়নি। আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে মহাসড়কজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি।