সারা বাংলা

ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করা হবে- ডিএনসিসি প্রশাসক

মোঃ শরিফ হাসান নিলয়: আসন্ন কোরবানি ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখা হবে মলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

বুধবার (০৪জুন) বিকেলে সাভারের আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কোরবানির বর্জ্য অপসারণের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন।

এবার ঈদে প্রায় ২০হাজার টন বর্জ্য তৈরী হবে। এ বর্জ্য দ্রুততার সাথে অপসারণ করার জন্য সিটি কর্পোরেশনের প্রায় ১০০০০ কর্মী ৩ দিনব্যাপী এ কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে বলে প্রশাসক জানান।

এবার ঈদে বর্জ্য ব্যবস্থাপনার কাজে ২২৪ টি ডাম্প ট্রাক ৩৮১ টি পিকাপ ২৪ টি পেলোডার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

বর্জ্য সঠিক ব্যবস্থাপনার জন্য ১২লক্ষ ৫০ হাজার পলিব্যাগ, ২৫০০ বস্তা ব্লিচিং ৪০০০ ক্যান স্যাভলন বিতরন করা হয়েছে।

এছাড়া আমিন বাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ডাম্পিং এর জন্য আলাদা প্লাটফর্ম রেডি রাখা হয়েছে এবং পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২ টি পরিখা খনন করা হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং এর জন্য ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।

প্রথমে কোরবানির বর্জ্য সংগ্রহ করে এসটিএসে আনা হবে এবং এসটিএস থেকে থেকে বর্জ ডাম্পিং স্টেশনে (আমিনবাজার ল্যান্ডফিল) ডাম্প করা হবে।

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button