এনসিপির ওপর হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল না: বিভাগীয় কমিশনার
যতটুকু তথ্য আমাদের কাছে ছিল, সে অনুযায়ী প্রস্তুতি নেয়া হয়েছিল

তাজা খবর: গোপালগঞ্জে এনসিপির (ন্যাশনাল সিটিজেনস পার্টি) পদযাত্রা ঘিরে সহিংসতার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য ছিল না বলে জানিয়েছেন ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমেদ। তিনি বলেন, যতটুকু তথ্য আমাদের কাছে ছিল, সে অনুযায়ী প্রস্তুতি নেয়া হয়েছিল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ হামলা চালিয়েছে বলে এনসিপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিভাগীয় কমিশনার বলেন, ‘এনসিপি কী বলেছে, সেটা তাদের বিষয়। প্রশাসনের দৃষ্টিতে যারা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটায়, তাদের আমরা দুষ্কৃতকারী বলি। তারা কোনো দলের সঙ্গে যুক্ত থাকতে পারে।’
কারফিউ বিষয়ে তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এরপর ৩ ঘণ্টা শিথিল রেখে দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবারও কারফিউ কার্যকর থাকবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। তিনি জানান, এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২৫ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, ‘এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। যারা হামলার সঙ্গে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’
আহত ও নিহতদের বিষয়ে ডিআইজি জানান, ‘হামলার ঘটনায় ৪ জন নিহত এবং ৪০ থেকে ৪৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ১০ সদস্য রয়েছেন।’