সারা বাংলা

এমন দেশ গড়তে চাই যেখানে খাদ্য ঘাটতি থাকবে না: সুপ্রদীপ চাকমা

পার্বত্য অঞ্চলে কৃষকের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ

তাজা খবর: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট কূটনীতিক সুপ্রদীপ চাকমা বলেছেন, আজকের এই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর কেবল কোনো যন্ত্র সরবরাহ নয়, এটি একটি প্রতিশ্রুতি। পার্বত্য অঞ্চলে কৃষকের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে খাদ্য ঘাটতির জায়গা থাকবে না, সমতল হোক কিংবা পাহাড়, উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে সর্বত্র। সেই সঙ্গে পার্বত্য অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে।

রোববার (৩ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি সদরের যাদুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। সম্প্রীতি ও শান্তির বন্ধন নষ্ট করার সুযোগ নেই। এই পার্বত্য অঞ্চল আমাদের সবার, এখানে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট কূটনীতিক সুপ্রদীপ চাকমা কমলছড়ি ইউনিয়নের কমলছড়ি মুখ, পাইলট পাড়া, কমলছড়ি হেডম্যান পাড়া, আমতলি খ্যাং দং পাড়া, যাদুরামপাড়া, মধুপাড়া, থানা চন্দ্রপাড়াসহ মোট ৭টি পাড়ার কৃষকের মাঝে ১৬টি পাওয়ার টিলার, ১২এইচপি পাওয়ার পাম্প ৭টি ও ৪এইচপি পাওয়ার পাম্প বিতরণ করেন।

কমলছড়ি ক্লাস্টার ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পাক্রই মারমার সভাপতিত্বে এসময় জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, প্রকল্প পরিচালক পবন কুমার চাকমা, জেলা পরিষদের নির্বাহী পরিচালক মো. আব্দুল্লাহ আল মাহফুজ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button