সারা বাংলা

কোন শ্রমিক কে কারখানার মালিক কালো তালিকাভূক্ত করতে পারবে না: শ্রম উপদেষ্টা 

প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন করবার অধিকার রয়েছে

শরিফ হাসান নিলয়: কোন শ্রমিককে কারখানার মালিক কালো তালিকাভূক্ত করতে পারবে না, এমন সিধান্ত নেয়া হয়েছে বলে জানান শ্রম উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১৯ জুলাই) বিকেলে সাভারের গেন্ডা বালু মাঠে শহীদের স্মরণে “জুলাই পূর্ণজাগরণ-২০২৫ পালন উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশ-১ আয়োজিত সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন করবার অধিকার রয়েছে, কমপক্ষে ৫ টি করে ট্রেড করবে। পরে সিবিআই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সাথে শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে আলাপ করবে।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুর্শিদ ও প্রাণি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, বিজিএমইএ সভাপতি সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button