বিনোদন ও খেলাধুলা

কোচ-নির্বাচকদের সঙ্গে বিসিবি সভাপতি, যে আলোচনা হলো

তাজা খবর: টানা দুই ব্যর্থ সিরিজ শেষে সোমবার দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টিতে আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের দল হোয়াইটওয়াশ হয়েছে। ৬ ম্যাচের ৫টিতেই হেরে স্বাভাবিকভাবে দারুণ বিপর্যস্ত বাংলাদেশ ক্রিকেট।

এরমধ্যে গতকাল (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। শুধু তিনিই নন, বৈঠকে ছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ও ইনচার্জ শাহরিয়ার নাফীস।

বিসিবি প্রধান ও কোচদের মিটিংয়ে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাকও। মিটিং শেষে গতকাল রাতেই অবশ্য বিসিবি সভাপতি গিয়েছেন অস্ট্রেলিয়াতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে।

এই সভায় কী আলোচনা হয়েছে, তা নিয়ে সেখানে থাকা এক নির্বাচক ঢাকা পোস্টকে জানিয়েছেন, ‘সামনে শ্রীলঙ্কা সিরিজ। তার আগে দল ঠিক করা বা নির্বাচন করার আগে কোচের সঙ্গে একটু আলাপ করতে হয়। সেটাই হয়েছে আরকি। পরে সেখানে বিসিবি প্রধানও উপস্থিত হন। সবার সঙ্গে আলাপ হলো আসন্ন সিরিজ নিয়ে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button