অপরাধ ও দুর্নীতি

জাবিতে গাঁজা সেবনকালে ৬ শিক্ষার্থী আটক

রাত ১১টা ১০ মিনিটে গাঁজা সেবনের খবর পেয়ে কক্ষে অভিযান চালানো হয়

তাজা খবর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে গাঁজা সেবনকালে ছয়জন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে হল প্রশাসন।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হলের ৮২৪ নম্বর কক্ষে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও হলের সিনিয়র ওয়ার্ডেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক

আটক শিক্ষার্থীরা হলেন—অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের হাসান শোয়েব আনজুম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০তম ব্যাচের আরমান হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০তম ব্যাচের নাঈব, ৫১তম ব্যাচের মো. মেহেদী হাসান, হৃদয় সরকার এবং ৫২তম ব্যাচের মো. জেরিন।

হল প্রশাসনের সূত্রে জানা গেছে, রাত ১১টা ১০ মিনিটে গাঁজা সেবনের খবর পেয়ে কক্ষে অভিযান চালানো হয়। এ সময় এক শিক্ষার্থীর ব্যাগ তল্লাশি করে গাঁজা ও গাঁজা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাঁজা সেবনের সময় তাদের হাতেনাতে ধরি। পরে তাদের পরিচয় যাচাই করে মুচলেকা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করেছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে লিপ্ত হবে না বলে জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button