সারা বাংলা

ঢাকায় অলিম্পিক ডে র‌্যালির উদ্বোধনে সেনাপ্রধান

বিভাগীয় শহরে বিভাগীয় ক্রীড়া সংস্থাসমূহের সহায়তায় একযোগে র‌্যালি অনুষ্ঠিত

তাজা খবর: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় আজ ঢাকায় একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

লেটস মুভ (Let’s Move) এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‌্যালির মূল উদ্দেশ্য ছিল-ক্রীড়াবিদ ও সর্বস্তরের জনগণকে শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে উৎসাহিত করা এবং অন্যদেরও ক্রীড়া চর্চায় অনুপ্রাণিত করা।

দেশের সাতটি বিভাগীয় শহরে বিভাগীয় ক্রীড়া সংস্থাসমূহের সহায়তায় একযোগে র‌্যালি অনুষ্ঠিত হয়। ঢাকায় কেন্দ্রীয় র‌্যালিটি সকাল ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে শিক্ষা ভবন-বাংলাদেশ সচিবালয়-জিরো পয়েন্ট-জিপিও অতিক্রম করে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা, সামরিক ও বেসামরিক বিভিন্ন সংস্থা এবং সাধারণ ক্রীড়াপ্রেমীসহ দুই হাজারেরও অধিক মানুষ।

র‌্যালি শেষে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর অর্কেস্ট্রা দল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেনাবাহিনী প্রধান সেখানে উপস্থিত অলিম্পিয়ানদের মধ্যে বিশেষ সম্মাননা ও সনদপত্র তুলে দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button