সারা বাংলা

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস প্রয়োজন আছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মব তৈরির বিষয়টি সামাজিকভাবে নিয়ন্ত্রন করতে হবে

তাজা খবর: বিগত সময়ে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে মানবাধীকার লঙ্ঘন ঘটেছে যা আন্তর্জাতিক ভাবে ডকুমেন্টেড। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে ভবিষ্যতে দেশে মানবাধীকার সমুন্নত থাকবে বলে আশা প্রকাশ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

দুপুরে আশুলিয়ার গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে আয়োজিত জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন উপদেষ্টা।

এসময় উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার অহেতুক মারনাস্ত্র ব্যবহার বা কঠিনভাবে দমন না করে শান্তিপূর্নভাবে সমস্যার সমাধানে বিশ্বাসী। মব তৈরির বিষয়টি সামাজিকভাবে নিয়ন্ত্রন করতে হবে বলে জানান উপদেষ্টা।

এসময়, ইলিশ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বৃষ্টি কম হওয়ায় ইলিশের সরবরাহ কম। তবে দেশের জনগনের চাহিদা মেটাতে এবং ইলিশের দাম নিয়ন্ত্রনে নজরদারি রয়েছে।

এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গনবিশ্বিবদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বর্তমান সরকার আন্তরিক বলেও জানান তিনি।

অনুষ্ঠানে গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইনসহ রেজিষ্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button