সারা বাংলা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো যাত্রীরা

চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও ঈদে ঘরমুখো যাত্রীরা

তাজা খবর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের আশেকপুর থেকে যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে থেমে থেমে চলছে গাড়ি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও ঈদে ঘরমুখো যাত্রীরা।

ঈদযাত্রার শেষ দিনেও স্বাভাবিক হচ্ছে না ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। মূলত ঈদযাত্রা শুরু হওয়ার পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। গত বুধবার (৪ জুন) রাত ১২টা থেকে মহাসড়কে থেমে থেমে যানজট শুরু হয়।

বৃহস্পতিবার (৫ জুন) ভোর ৬টা থেকে যানজট চরম আকার ধারণ করে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ঘরমুখো মানুষদের। কিছু সময় যান চলাচল করলেও আবারও থেমে যায় গাড়ি।

১০০ কিলোমিটার রাস্তা আসতে সময় লাগছে ১০ থেকে ১২ ঘণ্টা। ফলে শুক্রবার (৬ জুন) ঈদযাত্রার শেষ দিনেও স্বাভাবিক হচ্ছেনা যান চলাচল। চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে নাড়ির টানে বাড়ি দিকে ছুটছে উত্তর জনপদের মানুষ জন।

এদিকে অন্যান্য সময়ের চাইতে চলতি বছর কোরবানি ঈদে কয়েকগুণ বেশি যানবাহন চলছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ২৮৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ টাকা। যা এ যাবৎকালীন রেকর্ড পরিমাণ।

মহাসড়কে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, মহাসড়কে বেশ কয়েকটি গাড়ি বিকল হওয়াসহ ছোট ছোট দুর্ঘটনা হওয়া ও গরুর ট্রাকের কারণে এই যানজট তৈরি হয়েছে। তবে মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। অল্প সময়ের মধ্যে যানজট নিরসন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button